to be a part of this initiative!
নিচের যেকোনো একটি কারনে আপনি আইটেক স্কুল প্ল্যাটফর্মকে সাপোর্ট দিতে পারেন।
যদি আর্থিকভাবে স্বচ্ছল থাকেন এবং আইটেক স্কুল প্ল্যাটফর্মকে সাপোর্ট দিতে চান তাহলে "Financial Supporter" অপশন সিলেক্ট করুন। অন্যথায় আর্থিক সামর্থ না থাকলেও আপনি চাইলে কন্টেন্ট প্রচারের মাধ্যমেও আমাদের অফিশিয়াল সাপোর্টার হতে পারেন। সেক্ষেত্রে "Promotional Supporter" অপশনে সিলেক্ট করুন। *আমাদের প্রতি মাসের সাপোর্টারদের জন্য সেই মাসে একটি আলাদা সেশন/মতবিনিময়/আলাদা কিছু থাকে।
নিচে আপনার তথ্য দিন।
আইটেক স্কুল এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে সম্পুর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরণের দৈনন্দিন, প্রফেশনাল এবং একাডেমিক কোর্সের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরির জন্য কাজ করে আসছে।
কিন্ত তা বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সক্রিয় টিম, অফিস, সুষ্ঠু ব্যবস্থাপনা, সার্ভার, প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণ ও আপডেট রাখা। ফলে অর্থের প্রয়োজন হয়। এসব অর্থ ব্যয়ের জন্য আমরা মূলত স্পন্সর এর সহযোগীতা নিতে হয়। মাঝে মধ্যে কিছু কন্টেন্টে জন্য স্পন্সরশীপ না পাওয়া গেলেও অর্থ ব্যয় করতে হয়। তখন আমরা ব্যাক্তিগত ভাবে অর্থ ব্যায় করি।
তবে, যেহেতু আমরা শিখানোর আগে কোনো ফী নেই না, আমরা অনকেই ডিউতে পড়াচ্ছি৷ আপনি যদি কিছু শিখে থাকেন এবং মনে করেন এর জন্য আপনি সামর্থবান এবং মেন্টরকে আর্থিকভাবে সম্মানি দিতে চান, তাহলে আপনি ফিন্যান্সিয়াল সাপোর্টার হিসেবে জয়েন করুন। সেক্ষেত্রে, আমরা আপনার দেয়া অর্থকে সম্মানী হিসেবে গ্রহন করব এবং এই টাকা সেই মেন্টরদের মধ্যে/বাকী/সার্ভার ম্যানেজমেন্ট /সিস্টেম ডেভেলপমেন্ট/অফিস/স্টুডিও পরিচালনা সহ বিভিন্ন কাজে খরচ করব এবং সেক্ষেত্রে আইটেক স্কুল কর্তৃপক্ষের পুর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: একটি বিষয় মনে রাখতে হবে, আপনি এখানে কোনো ডোনেশন দিচ্ছেন না, বা আমরা ডোনেশন নিচ্ছি না৷ এটা আপনি আপনার শিক্ষার জন্য সম্মানী হিসেবে দিচ্ছেন বা আমাদের কাজকে ভালোবেসে দিচ্ছেন৷
এই ফর্মটির সাহায্যে যেকোনো সময়ই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগত সহ সকল মেথডেই পে করা যাবে। যদি অনলাইনে টাকা দিতে সমস্যা হয়, বা এই সম্পর্কিত প্রশ্ন থাকে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন [email protected] ইমেইল ঠিকানায়।